Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তুরে হাওয়া আবাধে প্রবেশ করছে। ফলে রাজ্যে শীতলতা বেড়েও চলেছে। এক মনোরম পরিবেশ।

দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া জানিয়েছে, তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না চলতি সপ্তাহে। আগামী সপ্তাহে পারদ আর একটু নামতে পারে। অর্থাৎ শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে ঠেকেছে। আবহাওয়া দপ্তর বলছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও কিছুটা নামবে তাপমাত্রা। তবে আপাতত রাজ্যে তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নীচে থাকার পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে কিছু কিছু জেলায়। শহর কলকাতায় আপাতত একই রকম থাকবে তাপমাত্রা। আগামী সাত দিনে তাপমাত্রায় খুব বড় কোনও হেরফের হবে না। দিনের বেলায় কলকাতায় মূলত পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। হালকা রোদ থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপট থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে ক্রমেই নিম্নমুখী তাপমাত্রা। দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে আগামী সাত দিন ৪–৬ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বড়সড় হেরফের হবে না সর্বনিম্ন তাপমাত্রায়। সমতলের জেলাগুলিতে সর্বনিন্ম তাপমাত্রা ১৩–১৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে। আগামী কয়েকদিনে কুয়াশার দাপট কমতে পারে কিছুটা। বৃষ্টির সম্ভবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোচবিহার, আলিপুর সহ পার্বত্য জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে।