Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দক্ষিণ ২৪ পরগনার অধিকাংশ জায়গাই নদী নালার দেশ। ফলে কখনো কখনো হুটহাট করে কোনো কোনো পুকুরে চলে আসে কুমির। সেভাবেই সোমবার দেখা গেলো এক কুমিরের। বলেরবাজারে গৃহস্থের বাড়ির পুকুরে ভাসছে কুমির। এই ঘটনায় হতবাক সকলেই। কুমির দেখতে পুকুরপাড়ে ভিড় করেছেন অনেকেই। যার জেরে জাল দিয়ে ঘেরা হয়েছে এলাকা।
রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগর দক্ষিণ পাড়ায় কুমির আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার পর পুকুর পাড়ে এসে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের লোকজন।

কুমিরটি মণি নদী থেকে উঠে এসে শেখ সাহাদাতের একটি ফিসারিতে প্রথমে প্রবেশ করে। এরপর জলাশয়ে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দা। বিষয়টি নজরে আসতেই দ্রুত বন দফতর ও রায়দিঘি থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়েই রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কুমিরটি যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, সেই কারণেই ফিসারির একটি অংশ জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, কুমিরটির আকার বেশ বড় হওয়ায় আতঙ্ক বেড়েছে। বিশেষ করে শিশু ও সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।