Spread the love

 

 

 

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল ভারত। গতকাল বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের ভারতের পরিত্রাতা হলেন সচিন ধাস ও উদয় সাহারান।

সচিন চার রানের জন্য শতরান হাতছাড়া করেন। তবে উদয় স্নায়ুর চাপ সামলে দলকে অধিনায়কোচিত ইনিংস খেলে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। উইনিং শট নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে রান আউট হয়ে যান। তাতে ভারতের জয় আটকায়নি।

উইলোমুর পার্কে টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। উইকেটকিপার তথা ওপেনা লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ৭৬ ও রিচার্ড সেলেটসওয়েনের ৬৪ রানের সৌজন্যে প্রোটিয়ারা তোলে ৭ উইকেটে ২৪৪ রান। যার মধ্যে শেষ ১০ ওভারে ওঠে ৮১ রান।

রাজ লিম্বানি ৯ ওভারে ৬০ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। মুশির খান ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। নমন তিওয়ারি ও সাউমি পাণ্ডের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট। ভারত ২৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায়।
১১.২ ওভারে ৩২ রানের মধ্যে পড়ে যায় চার উইকেট। ভারতীয় ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান আদর্শ সিং। মুশির খান ৪, আরশিন কুলকার্নি ১২ ও প্রিয়াংশু মোলিয়া ৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর ভারতকে মজবুত ভিতে দাঁড় করায় উদয় সাহারান ও সচিন ধাসের জুটি।

পঞ্চম উইকেট জুটিতে তাঁরা ১৭১ রান যোগ করেন। সচিন ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৯৫ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। তিনি আউট হন দলের ২০৩ রানের মাথায়। এরপর দুই বলের ব্যবধানে ২২৬ রানে ষষ্ঠ ও ২২৭ রানে সপ্তম উইকেট হারিয়ে ভারত কিছুটা চাপে পড়েছিল।

আরাবেল্লি অবিনাশ ১৮ বলে ১০ ও মুরুগান অভিষেক ০ রানে আউট হন। মুরুগান সরাসরি থ্রোয় রান আউট হন, এ ক্ষেত্রে তাঁর কিছুটা দায়বদ্ধতার অভাব লক্ষ্য করা গিয়েছে। পরপর দুটি উইকেট হারানোর চাপ অবশ্য কেটে যায় রাজ লিম্বানি প্রথম বলেই ছক্কা মারায়। ভারত ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে।

উদয় সাহারান রান আউট না হলে তাঁর শটটিই উইনিং শট হতে পারতো। উদয় যখন আউট হন তার আগেই ভারত প্রতিপক্ষের রান ছুঁয়ে ফেলেছে। উদয় ১২৪ বলে ৮১ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন। ৬টি চার রয়েছে। ক্রিজে ছিলেন ২০০ মিনিট। বাবার ব্যাটিং দেখেই তিনি যে উপকৃত সেটাও জানালেন।

উদয় যখন চারে নামেন ভারতের স্কোর তখন ৩.২ ওভারে ২ উইকেটে ৮। উদয়ের কথায়, ঠিক করেছিলাম শেষ অবধি থাকব। দরকার ছিল একটা পার্টনারশিপ। বাবাকে দেখেছে দীর্ঘ সময় ক্রিজে থেকে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে। সেই মোতাবেক ঠিক করি, বড় শট খেলব দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েই। সতীর্থরা বড় শট খেললেও উদয় সে পথে হাঁটেননি।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তার উপরই নির্ভর করবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *