Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা রইল।’

প্রয়াত হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির সভানেত্রী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা রইল।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক মজবুত করতে খালেদা জিয়ার ভূমিকা প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। লেখেন, “বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে তাঁর অবদান প্রচুর।”

যোগ করেন, “২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মনে পড়ছে। আশা করি, তাঁর দূরদর্শিতা ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ককে পথ দেখাবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।”