Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে ঠাকুরবাড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটা জানিয়েছেন তৃণমূল, পাল্টা সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

শান্তনু বলেন, স্বাভাবিকভাবে ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে তাতে কোন অবজেকশন নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আসে ঠাকুরবাড়িতে ও পুলিশ ফোর্স নিয়ে আসে ফোর্স দেখাতে।

যদি এইভাবে আসে কোনভাবে আমি ঠাকুরবাড়িতে পুজো দিতে দেব না। হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে। ওর পিসি আগে ক্ষমাচাক হরি গুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য। শুধুমাত্র ভোট দেখানোর জন্য আসছে।