বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কলকাতা-সহ জেলা শহরগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সেই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা মেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন ও বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আগামী দুই থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকলেও, সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।