বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদা পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারাদেশে বাজারজাত করার চক্রের কিং পিন এনারুল। জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
পুলিশের দাবি, ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকে।
পুলিশের দাবি, উত্তর পূর্বাঞ্চলের মনিপুর, অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল। এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয়। ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে ও সক্রিয় ছিল এনারুলের দলবল। কালিয়াচক এলাকায় একাধিক গ্যাং ওয়ারেও তার ও দলবলের নাম জড়ায়। মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায়ী বিনি য়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ।
ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এনারুলকে গ্রেফতার করা রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের। তার সঙ্গে বাংলাদেশী যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি। তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরো তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা।