বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘটনাচক্রে এই দু’জনই মুসলিম। স্বাভাবিক কারণেই হাতে কার্ড পেয়ে গেছে তৃণমূল।
বিরোধী নেতাদের, বিশেষ করে বিরোধী দলের মুসলিম নেতাদের এইভাবে ডাকায় উস্মা প্রকাশ করেছে তৃণমূল। এবার এসআইআর-এর নজরে নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। জানা গিয়েছে, আগামী ২৭ জানুয়ারি তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে। জাঙ্গিপারা বিডিও অফিসে তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তথ্যে অসঙ্গতি রয়েছে আইএসএফ বিধায়কের। এছাড়াও ডাকা হয়েছে তিনবারের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে।
তাজমুল হোসেন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। ২০০৬ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা দশ বছরের বিধায়ক তাজমুল হোসেন। ২০২১ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষুব্ধ মন্ত্রী তাজমুল হোসেনের প্রতিক্রিয়া, “যে ইলেকশন কমিশনের দ্বারা আমি তিনবারের নির্বাচিত বিধায়ক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এখন সেই ইলেকশন কমিশন এসআইআরের নামে আমি বৈধ ভোটার কি না তা যাচাই করবে?” চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাংলায় বিজেপিকে নির্বাচিত করার জন্য ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ।”