বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এই মুহূর্তে রাজ্যের নেতারা অনেক দর্শনিক কথাবর্তা বলছে ঠিকই কিন্তু সরকার ও পুলিশের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে। তিনি আরো বলেন, “অল্প কয়েকজনই নেতা আছেন, যাদের উপরে সকলে ভরসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমনই নেতা। সারা দেশে যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। সিঙ্গুরে শিল্প হল না। চাষও হল না। সবচেয়ে উর্বর জমি আজ জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলব। ডবল ইঞ্জিন সরকার যখন হবে, তখন এই সব কিছুই বদলাবে।” তিনি জানান,” বেশি দূরে নয়, পাশের উড়িস্যাতে গেলেই দেখা যাবে উন্নয়ন কাকে বলে। বাংলা ক্রমাগত পিছিয়ে পড়েছে।”
দিলীপ ঘোষ বিশ্বাস করেন, এবার পরিবর্তন হবেই। তিনি জানান, নির্বাচনের আগে তৃণমূল বলবে বাংলায় ২৯৪ টা সিটই ওরা পাবে। কিন্তু নির্বাচনের ফল বের হবার পরে দেখা যাবে যে আর হলে পানি পাচ্ছে না দিদি। তাই সরকার পরিবর্তন হবেই। বাংলার বাইরে বাইরে গেলে দেখা যায় প্রকৃত উন্নয়ন আর বাংলার ভিতরে শুধু নেতা মন্ত্রীদের বাড়িতে উন্নয়ন হয়েছে। এটা আর বাংলার মানুষ মানবে না।