Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীতের বিদায়লগ্ন আসন্ন। আর কয়েকটা দিন মাত্র। তারপরেই বসন্তের কোকিলের ডাক। দিকে দিকে ছড়িয়ে পড়বে পলাশ, কৃষ্ণচূড়া।তাপমাত্রা বাড়ছে, উত্তুরে হাওয়া কার্যত থেমে গিয়েছে। আগামী কয়েক দিনে শীত ফেরার কোনও জোরালো ইঙ্গিত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কুয়াশার দাপট থাকলেও, জাঁকিয়ে শীত আপাতত বিদায় নিচ্ছে বলেই স্পষ্ট।

দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী তিন দিন ভোর ও রাতের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী ও উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও (Kolkata Weather) শীতের প্রভাব ধীরে ধীরে কমছে। গতকাল আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাত দিন শহরের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। সরস্বতী পুজোর দিনগুলিতেও আজকের মতোই আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিন ১৪ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) শীত এখনও তুলনামূলকভাবে বেশি থাকলেও ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। দার্জিলিঙে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৩ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনই কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ঠান্ডা থাকলেও সমতলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে।