Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:স্কুলের কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকার এই নির্দেশের পরেই উত্তেজনা ছাড়ায় উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের ময়না হাট।

সেখানে ময়নাগদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করতে দেবেন না স্কুলের প্রধান শিক্ষিকা মৌ দাস। বিদ্যালয়ের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা পুজো করতে চাইছেন বলে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশকে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা মৌ দাস।

২০২১ সালের পর থেকে এই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়। ওই স্কুলের হিন্দুধর্মালম্বী ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের উদ্যোগে গত দু’বছর ধরে বিদ্যালয়ের বাইরে ফের সরস্বতী পুজো শুরু করছেন।

এবার বলেছিলেন বিদ্যালয়ে প্রাঙ্গনে সরস্বতী পূজা করবেন। কিন্তু করতে দিচ্ছেন না প্রধান শিক্ষিকা।

পুলিশ কর্তৃপক্ষ সহানুভূতিশীল হলেও পূজা করা সম্ভব হয়নি,কারণ স্কুলের বাচ্চারা পুজো করবে। কিন্তু আইনের বাঁধন, তারাও অসহায়।পুলিশের দাবী বিদ্যালয় কর্তৃপক্ষ না চাইলে তাঁরা কোন আইনী ব্যবস্থার সাহায্য দিতে পারবেন না। বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে নিয়ে এসেছেন,যেন কোনভাবেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পুজো করতে না পারে। ফলে
বিদ্যালয়ের বাইরে পুজো করেছে।পরে অবশ্য স্কুলের সীমানার বাইরের রাস্তায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত হয় সরস্বতী পুজো। ইতি মধ্যে বিষয়টি নিয়ে ময়দানে নেমেছেন বারাসাতের বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ ঐ স্কুলে ২০ শতাংশের বেশি হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ছাত্র ছাত্রী রয়েছে। সেখানে দাঁড়িয়ে কেবল মাত্র শাসক দলের প্রচ্ছন্ন মদতে পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা বিরল ও ভয়ঙ্কর অবস্থার প্রমাণ।