বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বারামতি, মহারাষ্ট্র: মহারাষ্ট্রের বারামতি তে ভেঙ্গে পড়লো বিমান! জরুরি অবতরণের সময়ে ভেঙে পড়ে বিমানটি। আগুন জ্বলে যায় পুরো বিমানে।
ঘটনাস্থলে ধোঁয়ায় একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। বিমানটি কি অবস্থায় রয়েছে তাও দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর, দমকল ও পুলিশের আধিকারিক সহ প্রচুর পুলিশ। ব্যক্তিগত বিমান বলে জানা গিয়েছে।মহারাষ্ট্রের বারামতী তে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। অজিত পাওয়ার আহত হয়েছে বলে জানা গেছে।