বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভুল থেকে শিক্ষা নেওয়াই মানুষের ধর্ম, বলা ভালো সতর্ক হওয়াটা। অতীত থেকে শিক্ষা নিলেন ভারতীয় দলের ক্রিকেটার মায়াঙ্ক অগরওয়ালও। কয়েক সপ্তাহ আগে বিমান উঠে তৃষ্ণা পাওয়ায় পাউচে থাকা তরল পদার্থ মুখে দিয়ে অসুস্থ হয়ে পড়েন কর্ণাটকের তারকা ক্রিকেটার।
সম্প্রতি তিনি বিমানে বসে জলের বোতল হাতে এক ছবি পোস্ট করে সেই ঘটনারই স্মৃতি উস্কে দিয়েছেন মায়াঙ্ক। সেই সঙ্গে দিয়েছেন সতর্কতার বার্তাও। বলিউডের সিনেমা ‘হেরাফেরি’-র বিখ্যাত সংলাপকে কোট করে মজার পোস্ট করেছেন কর্ণাটক দলের অধিনায়ক।
সমাজ মাধ্যমে নিজের জলের বোতল হাতে নিয়ে মায়াঙ্ক সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেইসঙ্গে লিখেছেন, ‘বিলকুল রিস্ক নেহি লেনে কা রে বাবা!’ অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নই!’ তাঁর এই পোস্ট সোশাল মিডিয়াতে ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
কয়েক সপ্তাহ আগেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে ত্রিপুরা থেকে গুজরাত যাওয়ার জন্য বিমান ধরে কর্ণাটক দল। সতীর্থদের সঙ্গে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু বিমান থাকা বোতল থেকে জল খেতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার। ফলে তাঁকে বিমান থেকে সোজা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগও করা হয়।
জানা গিয়েছিল, বিমান পরিষ্কার করার কোনও তরল পদার্থ ভুল করে ফেলে রেখে গিয়েছিলেন কোনও কর্মী। কিন্তু তরল পদার্থটি কী ছিল সেটি অবশ্য জানা যায়নি। বিমান সংস্থাটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
যদিও কর্ণাটক দলের সঙ্গে থাকা ম্যানেজার জানিয়েছিলেন, ‘ বিমান উঠে পিপাসা পাওয়ায় জল খেতে যান মায়াঙ্ক। সিটের সামনে থাকা একটি তরল পদার্থের পাউচ মুখে দেনন। এরপরই অস্বস্তি শুরু হয় মায়াঙ্কে। নিজের বসার জায়গা ছেড়ে মায়াঙ্ক দ্রুত ছুটে যায় ওয়াশরুমে।’
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ‘বিমানসেবিকাদেরও জানায় নিজের অবস্থা। এরপর বিমানের কর্মীরা বেল বাজান, কিন্তু বিমানে কোনও চিকিৎসক না থাকায় বিমানবন্দর থেকে চিকিৎসকরা আসেন। কিন্তু শুধু প্রাথমিক চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব ছিল না।ফলে মায়াঙ্ককে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”
রঞ্জির কোয়ার্টার ফাইনালেও নিজেদের স্থান পাকা করে নিয়েছে ময়ঙ্কের নেতৃত্বাধীন কর্ণাটক দল। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কর্ণাটক বিদর্ভের বিরুদ্ধে মাঠে নামবে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের সূচিও ঘোষণা করে দেওয়া হয়েছে।