বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা ভোটের আগে আজ প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এক কথায় কাশ্মীরবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে যাচ্ছেন তিনি। এদিকে কাশ্মীরে মোদী পা রাখার আগেই গুলামনবি আজাদকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
আজ কাশ্মীরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৪-র লোকসভা ভোটকে সামে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাশ্মীর সফর বলে মনে করা হচ্ছে। কাশ্মীর বাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে যাচ্ছেন তিনি। জম্মু থেকে কাটরাগামী রাস্তা, শ্রীনগর রিং রোড, কুলগাম বাইপাস এবং পুলওয়ামা বাইপাসের উদ্বোধন করা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।
এর পাশাপাশি বানিহাল থেকে সাঙ্গলদান পর্যন্ত ৪৮ কিলোমিটার বৈদ্যুতিক ট্রেন যাত্রার সূচনা করবেন তিনি। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। এই প্রকল্পের সূচনা হলে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের এক ধাপ এগোবে।