বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে প্রথমেই হার, বাজবলের দাপটে বেশ কোনঠাসা হয়ে পড়েছিল ভারত। কিন্তু ঘরের মাঠে ভারতকে একটা ম্যাচে হারাতে সক্ষম হলেও সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থাকল ইংল্যান্ডের। বিশাখাপত্তনমেই ভারত ঘুড়ে দাঁড়িয়েছিল। সিরিজে সমতা ফিরিয়ে আনে। এরপর রাজকোটে রাজকীয় জয় এবং রাঁচিতেই সিরিজের ভাগ্য নির্ধারণ করে ফেলল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টেস্ট সিরিজ না হারার রেকর্ডটাও বজায় রাখলেন রোহিত শর্মা।
টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত পাঁচ নম্বর সিরিজে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। একটি টেস্ট সিরিজেও তাঁর নেতৃত্বে খেলে হারেনি ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ ছিল অধিনায়ক রোহিতের প্রথম পরীক্ষা। সেই সিরিজে ২-০ ফলে দ্বীপরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করে ভারতীয় দল। প্রথম ম্যাচে টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম পরীক্ষাতেই সফল ভাবে পাস করেন রোহিত।
২০২৩ সালে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি ছিল ক্যাপ্টেন রোহিতের কাছে বড় পরীক্ষা। চার ম্যাচের সেই সিরিজে ২-১ ফলে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে জেতে ভারত। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৯ উইকেটে। তবে শেষ ম্যাচ ড্র করে অজিদের ২-১ ফলে হারিয়ে দেয় রোহিতের দল।
এরপর রোহিতের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যায় ভারত। টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৪১ রানে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচ ড্র করে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ফলে জিতে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এরপর ২০২৩ সালের শেষে প্রোটিয়া সফরে যায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি রোহিত শর্মা।
প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে ১-১ ফলাফল করে সিরিজে মানরক্ষা করে ভারত। এরপর নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লম্বা টেস্ট সিরিজ। বিরাট কোহলির মতো নির্ভরযোগ্য ক্রিকেটার সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন, তার উপর চোটের কবলে পড়েন কেএল রাহুল।
দলের দুই ব্যাটিং স্তম্ভকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও জয়ের ধারা বজায় রাখলেন অধিনায়ক রোহিত। হায়দরাবাদে হারের পর বিশাখাপত্তনমে ১০৬ রানে জয় পায় ভারত। রাজকোটে ৪৩৪ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত। আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল ভারত। ফলে ধরমশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। সেই সঙ্গে ক্যাপ্টেন রোহিত টেস্ট সিরিজ জয়ের রেকর্ডটা ধরে রাখলেন।