TET Exam 2023 পরীক্ষার্থীদের জন্য সুখবর! পরীক্ষার দিন অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত। উল্লেখ্য, সেই দিনেই কলকাতার ব্রিগেড ময়দানে একটি অনুষ্ঠান রয়েছে, যেখান বেশ কয়েক হাজার মানুষের সমাগম হবে। স্বাভাবিকভাবেই, বাড়তি চাপ থাকবে ট্রাফিকের। এমত অবস্থায় বাড়তি মেট্রো পরীক্ষার্থীদের অনেকটাই সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
কী জানাল মেট্রো?মেট্রো রেল সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর কবি সুভাষ থেকে দমদম – দক্ষিণেশ্বর রুটে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। সকাল ৬.৫০ মিনিট থেকে সেদিন মেট্রো চলাচল শুরু হবে। ব্লু লাইনে সাধারণ দিনে ১৩০ টি মেট্রো চলাচল করে। সেক্ষেত্রে পরীক্ষার দিনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়সূচী কী?
জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৯টার (রবিবার ৯টা থেকে মেট্রো চালু হয়) বদলে সকাল ৬.৫০ নাগাদ প্রথম মেট্রো ছাড়বে। অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো প্রথম ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। উল্টোদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টা নাগাদ।
প্রসঙ্গত, আগামী ২৪ ডিসেম্বর তারিখ প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে পরীক্ষা। এই পরীক্ষা চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, চলতি বছরের টেটে বসতে চলেছেন প্রায় সাড়ে তিন লাখ পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের নির্দেশিকা
প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রত্যেক টেট পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পাশাপাশি, প্রত্যেক টেট পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ও একটি আইডি প্রুফ তাঁদের সঙ্গে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা কালো বল পেন, অ্যাডমিটের দুইটি কপি ও অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি নিয়ে পরীক্ষা হলে নিয়ে আসতে হবে। তবে এইদিন যাতায়াতের সুবিধার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফেও সর্বোতভাবে চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। রাস্তায় যান চলাচল যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে খেয়াল রাখা হবে বলেও জানানো হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ।