বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। এই বিষয়ে বারবার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। এই অবস্থায় ১০০ দিনের বকেয়া শ্রমিকদের মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো টাকা দেওয়ার কাজও শুরু হয়েছে। এবার আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
তাঁর কথায়, বাংলা ভিক্ষা চায় না, অধিকার চায়। তবে লোকসভা ভোটের মুখে এহেন ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভোটের মুখে ফের একবার জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দুর্গাপুর পৌঁছেই সাংগঠনিক বৈঠক করেন তিনি। কথা বলেন জেলা নেতৃত্বের সঙ্গে।
এরপরেই আজ পুরুলিয়া উড়ে যান তিনি তৃণমূল সুপ্রিমো। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেন। এরপরেই বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনা বিরুদ্ধে সরব হন। বলেন, কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা বকেয়া রয়েছে। একাধিক টিম এসেছে। কিন্তু কোনও টাকা দেয়নি।
আর এরপরেই কেন্দ্রের আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কিছুদিন দেখব, কেন্দ্র না দিলে আগামী ১ লা এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে। এমনকি ১১ লাখ বাড়ি তৈরি করে দেওয়ারও কথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আর এই ঘোষণার পর কার্যত খুশিতে হাততালিতে ভরে যায় গোটা সভাস্থল। বলে রাখা প্রয়োজন, সোমবার থেকে ১০০ দিনের বকেয়া শ্রমিকদের মেটানোর কাজ শুরু হয়েছে। সূত্রে খবর, প্রথমদিন প্রায় দু’হাজার ৬৫০ কোটি টাকা রিলিজ করা হয়েছে। প্রায় ২১ লাখ শ্রমিক এই টাকা পাবেন।
সরাসরি সেই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এরপর আবাস যোজনার টাকাও দেওয়া হবে বলে ঘোষণা প্রসাশনিক প্রধানের। অন্যদিকে আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না বলেও ঘোষণা করেন মুখগ্যমন্ত্রী। বলেন, আদিবাসী বন্ধুদের বলব নিশ্চিন্তে থাকুন। আপনাদের জমি কেউ কেড়ে নেবে না। আমরা আইন করে বলেছি আদিবাসীদের জমি হস্তান্ত করা যাবে না। আপনাদের হাতেই জঙ্গল থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে এদিন তিনি আরও বলেন, গতবার বিজেপি জিতেছিল। কিন্তু কিছুই করেনি। আমরা আপনাদের সঙ্গে সারা বছর থাকব বলেও মঞ্চ থেকে মানুষকে বার্তা তৃণমূল সুপ্রিমোর।