বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ইডি তল্লাশি। সকাল থেকে কলকাতা শহরের হাতিবাগান-সল্টলেকে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ছত্তীশগড়ে জিএসটি কর ফাঁকি থেকে শুরু করে অ্যাপ দুর্নীতি মামলায় শহরের একাধিক জায়গায় ইডির এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।
ছত্তীশগড়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কলকাতার ব্যবসায়ী সন্দীপ মোদীর হাতিবাগানের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সল্টলেকে সূরজ চোখানির বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেই সঙ্গে তাঁর সেক্টর ফাইভের অফিসেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ইছাপুরে ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
GST কর ফাঁকি দেয়া অভিযোগে বুধবার সকাল থেকে একাধিক জায়গায় ইডি হানা। সল্টলেক সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থা, সৃজন কর্পোরেট পার্ক এর ১৬ তলায় অবস্থিত নাম এবিলিটি গেমস, সেখানে ইডি রেড করছে।
GST কর ফাঁকি দেওয়ার অভিযোগে চলছে তল্লাশি। এর আগে কলকাতায় ভিন রাজ্যের দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি।