বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই আকাশে কালো মেঘ। পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের পরেই দক্ষিণ বঙ্গে বৃষ্টি নামবে।
আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য বাড়বে তাপমাত্রাও। সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal) সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অফিসের বার্তা উত্তরবঙ্গ সম্পর্কে একই রকম।আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে কোনো কোনো অঞ্চলে ঝোড়ো হাওয়া থাকতে পারে।