বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আর বেশী দেরী নেই এক সপ্তাহের মধ্যে ঘোষিত হয়ে যাবে দিনক্ষন। তাই প্রতিটি শিবিরেই এখন সাজ সাজ রব। এর মধ্যে তৃণমূল কংগ্রেস সবচাইতে এগিয়ে। তবে হালকা একটা আলোচনা চলছে মুল দায়িত্ব থাকবে কার কাছে।
একদিকে শিলিগুড়ির মেয়র এবং অন্যদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ। মেয়র নিজে সারা শিলিগুড়ি ঘুরছেন মানুষের সাথে কথা বলছেন এবং তাদের সমস্যা শুনে তার সমাধানের পথ বাতলে দিচ্ছেন। অন্যদিকে জেলা সভাপতি মিষ্টিভাষী এবং ভালো ব্যাবহারের জন্যই বিখ্যাত পাপিয়া ঘোষ। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশন এবং মহকুমা পরিষদ যিনি দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছেন। তাই এখানে মুল দায়িত্ব কার উপরে বর্তাবে সেটা দেখতে আগ্রহী তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং সমর্থকেরা এবং সাথে সাথে সাধারন মানুষও। শিলিগুড়িতে সব মহলেই শুধুমাত্র জেলা সভাপতি বলেই নন পাপিয়া ঘোষ বিখ্যাত তার ব্যাবহারের জন্য, অন্যদিকে বর্ষীয়ান মেয়রের অভিজ্ঞতাকে মানতেই হবে। তাই কে দায়িত্ব পাবেন এবং কে দলকে এগিয়ে নিয়ে যাবে সেটা দেখতেই আগ্রহী সাধারন মানুষ। কার জনপ্রিয়তা বেশী কে কর্মীদের কাছে জনপ্রিয় এটাও দেখে নির্ধিারন করবেন মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। তবে যিনিই হোক না কেন কাজটা খুব একটা সহজ নয় মনে করছেন অনেকেই। কার হাতে দায়িত্ব থাকবে সেটা দেখতেই আপাতত তৈরী হচ্ছেন শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার মানুষ। তবে সবই সময় এর অপেক্ষা মনে করছেন সবাই। দেখতে চাইছেন সবাই।