বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নাম ঘোষনা হয়ে গেছে এখন শুধু দৌড়ানো বাকি শিলিগুড়ি তে সব আয়োজন চলছে তৃণমূল এবং বিজেপি দুই দল শুরু করেছে প্রচার তৃণমূলের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শুরু করেছেন প্রার্থীর হয়ে প্রচার এবার লড়াই দুই দলের জন্য তৈরী হয়ে গেছে তৃণমূল এবং বিজেপি এর মধ্যে লড়াই বাকি দুটি দল অনেকটাই পিছিয়ে গেছে।
প্রচারে ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল প্রার্থী ঘোষনা হবার দুই দিনের মধ্যে প্রচারে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র দৌড়িয়ে চলেছেন একদিক থেকে অন্যদিকে।প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেস একেবারেই অনেকটা তাদের জন্যই। এর মধ্যে বিজেপী তাদের প্রার্থীর নাম ঘোষনা করে ফেলার পরেও কিন্তুু অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। এবারে দার্জিলিং জেলাতে ভোট অনেকটাই ভাগ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিভাবে ভোট ভাগ হয়ে যাবে সেটা বলতে না পারায় এখনো বলতে পারছেন না কেউই
।অন্যদিকে অপর দুটি দল সিপিএম এবং কংগ্রেস এর মধ্যে কে এগিয়ে সেটা দেখতে না পাওয়ায় এখন বলতে পারা যাচ্ছে না কে শিরোপা পাবেন। তৃণমূল না বিজেপী। ময়দানে কে থাকবেন এবং কে হার মেনে যাবেন সেটাও দেখবার বিষয়। তবে ভোটের বাজারে যত দিন যাবে অবস্থা তত পরিবর্তন হবে। কে জীতবে এবং কে পরাজিত হবে সেটা সময় বলে দেবে আপাতত সেটা বলবার অপেক্ষা রাখে না
। তবে একথা বলবার অপেক্ষায় রাখে না, যে যেই জীতুক সেই আগামীতে পাহাড়ের দায়িত্ব নেবে। তবে রাজনৈতিক পটভূমিকা কি দাড়াবে সেটাও সময় বলে দেবে অনেকটাই। এখন দেখার কে কিভাবে জায়গা দখল করবে। কে দায়িত্ব নেবে উত্তরবঙ্গ জুড়ে সেটা আপাতত সময় বলে দেবে। দেখা যাক কিভাবে কি হতে পারে তার অপেক্ষায় আছেন উত্তরবঙ্গের মানুষ এবং পাহাড় বাসী।