বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইসলামপুরে প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। মেয়র এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষকে সাথে নিয়ে তিনি ইসলামপুর বাজার এবং ইসলামপুর বাস ষ্ট্যান্ড পরিদর্শন করেন।
উপস্থিত ছিলেন মেয়র এবং জেলা সভাপতি ছাড়া দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর সদস্যরা।এদিন গোপাল লামাকে দেখতে ভীড় উপচে পড়ে গোটা এলাকা জুড়েই। বাড়িতে এবং বাজারে গিয়ে গোপাল লামা জনগনের কাছে ভোট প্রার্থনা করেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরিচয় করিয়ে দেন। পরে জেলা সভাপতি জানান যেখানেই যাচ্ছি মানুষের আন্তরিক ব্যাবহার পাচ্ছি যেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে মানুষের মন আমাদের সাথেই আছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় আমাদের বাংলার মানুষের জন্য অনেক চিন্তা করে রেখে দিয়েছেন। তার কাজই বাংলার মানুষের জন্য আমাদের জন্য,তাই বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে অনুরোধ জানিয়ে রাখছি, আমাদের নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেখে ভোট দিন। যাতে সুবিধা পান আপনারা। জীবনে এই ধরনের সূযোগ আর আসে না,তাই অন্তত এই সূযোগ হাতছাড়া করবেন না। জেলা সভাপতি এবং মেয়র গৌতম দেব ইসলামপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বেশ কিছুক্ষন কথা বলেন এবং আলোচনা করেন। মেয়র গৌতম দেব জানান আবার আসব দ্বিতীয়বার প্রচারের জন্য । আরেকবার আসবে 5ই জুন জিতে নিয়ে।