Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাঁকে নিয়ে গত এক দেড় মাসে বিস্তর বিতর্ক হয়েছে। কিন্তু কোনও কিছুতেই তাঁর থেকে কোনও মন্তব্য আসেনি। দল তাঁর উপর ভরসা রেখেছে। দলনেত্রী চান এবারে একই ভাবে তিনি জিতে আসুক। কলকাতা উত্তর কেন্দ্রে সেই লক্ষ্যেই নেমে পড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।


দীর্ঘ তিন বারের সাংসদ তিনি। তৃণমূল কংগ্রেস এবারও তাঁকেই প্রার্থী করেছে এই কেন্দ্রে। এপ্রিলের শুরুতে কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেলা বাড়লে গরম হাওয়া বইছে শহর জুড়ে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই নিজের প্রচার কৌশল সাজিয়ে ফেলেছেন।

আজ মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে পড়লেন তৃণমূলের পোড় খাওয়া এই রাজনীতিবিদ। আজই প্রথম প্রচারে নামলেন সুদীপ। রীতিমতো কর্মী সমর্থক নিয়ে বহরে যথেষ্ট বড় মিছিল করলেন তিনি। হুড খোলা গাড়িতে বিভিন্ন এলাকায় পরিক্রমা করলেন।

উত্তর কলকাতার মার বাগান এলাকার শিব মন্দিরে পুজো দিলেন। তারপর প্রচার শুরু করলেন উত্তর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলের পুরনো দিনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এ দিন সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই মন্দিরে যান। সেখানেই বেশ কিছুক্ষণ পুজো পর্ব চলে। আশীর্বাদ নিয়ে এবার শুরু করেন প্রচার।
কলকাতা উত্তর কেন্দ্রের অন্যতম বড় রাজনীতিবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও গত এক মাসের মধ্যে সুদীপকে নিয়ে আলোচনা হয়েছে। তাপস রায় একরাশ অভিযোগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাপস। এখন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায়, দ্বৈরথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক ময়দানে দুজনেই পোড় খাওয়া। দীর্ঘ সময় ধরে উত্তর কলকাতার রাজনীতির আবহে তাঁরা বসবাস করছেন। শুরু থেকেই সে কারণে প্রচারে প্রভাব রাখলেন কি সুদীপ বন্দ্যোপাধ্যায়?
রীতিমতো হুড খোলা গাড়িতে বহু মানুষকে সঙ্গে নিয়ে এদিন প্রচার করলেন সুদীপ। সাধারণ মানুষের শুভেচ্ছা কুড়োলেন। মানুষের জনসমর্থন চাইলেন দুহাত জোড় করে। এখনও প্রায় দুই মাস বাকি রয়েছে নির্বাচনের। কিন্তু প্রচারে কোনওভাবেই খামতি দিতে চান না সুদীপ। তার উপর বিরোধী মুখ স্বয়ং তাপস রায়।

কতটা প্রভাব সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার ফেলতে পারবেন? প্রচার থেকে সেই প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *