বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বাংলার নববর্ষ।আজ সকাল থেকেই বাঙ্গালী সাদরে আমন্ত্রন জানালো বছরের প্রথম দিনটিকে। আজ সকাল থেকেই ফুলের দোকান এবং মিষ্টির দোকানে সকাল থেকেই ভীড় উপচে পড়ছে।
মন্দিরে মন্দিরে পূজো দিতে লাইন ছিল দেখবার মত। আজ সকালে সাত তাড়াতাড়ি উঠে বাঙ্গালী মহিলারা পূজো দিতে মন্দিরে ছুটে চলে গেছেন। কোথাও কোথাও লাইন চলে যায় একেবারে রাস্তার উপরে। মায়ের কাছে প্রার্থনা যেন আমার পরিবারের লোকজন সুখে থাকে যেন। এই দিনটি বাঙ্গালীর কাছে খাবার দিন। শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেল এবং রেষ্টুরেন্টে আজ সকাল থেকেই ছিল নজরকাড়া ভীড়।বছরের প্রথম দিনে কিছু শুভ করতে হবে এবং শুভ খেতে হবে এটা বাঙালির মননে আছে বছরের পর বছর ধরে। তাই যেন পূজো দিয়েই বাঙালির মন চলে গিয়েছে মাছের দিকে। আজকের দিনটিকে মনে রাখবার মতন করে রাখতে হবে আপাতত এটাই মনে প্রানে চেয়ে এসেছে বাঙ্গালী। তাই তো আজকে সকাল থেকেই বিভিন্ন সংষ্কারের মাধ্যমে পয়লা বৈশাখকে কাজে লাগিয়ে বছরের প্রথম দিন এবং পুরো বছর যাতে ভালো কাটে আপতিত এটাই চাইছে বাঙালি।