বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তীব্র দহনে জ্বলছে বাংলার সিংহভাগ জেলা। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, চলবে দহনজ্বালা।
এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার। আজ সেই নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের স্কুলশিক্ষা দফতর। ২ জেলা বাদে সোমবার থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি।
জানা গিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মে মাসে রাজ্যের স্কুলশিক্ষা দফতরের অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতিগত কারণেই তা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। রাজ্য সরকারের নির্দেশিকায় স্পষ্ট, তাপপ্রবাহের পরিস্থিতির কথা মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনা হলো।
কাল থেকে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। বাংলায় সাত দফায় ভোট, কাল ভোট উত্তরবঙ্গের তিন জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তবে উত্তরবঙ্গে ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের মতো উত্তরে এতটা দহনজ্বালাও নেই।
দার্জিলিং ও কালিম্পিংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে অবশ্য এখনই গরমের ছুটি পড়ছে না। পূর্বনির্ধারিত সূচি মেনেই এই দুই জেলার স্কুলগুলিতে পঠনপাঠন চলবে বলে জানানো হয়েছে। ওই স্কুলগুলিতে কবে থেকে ছুটি পড়বে তা পরবর্তী নির্দেশিকায় জানাবে স্কুলশিক্ষা দফতর।
যে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ল সেখানকার শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারীরাও ছুটিতেই থাকবেন। যদিও ভোটের ডিউটির ক্ষেত্রে এই সময়কালে তাঁদের নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে। স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আসায় যাতে পঠনপাঠনের ক্ষতি না হয় সে বিষয়েও সতর্ক সরকার।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, গরমের ছুটি আগে পড়ল, তবে স্কুল যখন ফের খুলবে তখন অতিরিক্ত ক্লাস নিয়ে এখনকার ক্ষতি মিটিয়ে ফেলতে হবে। অর্থাৎ, যে সময়ের মধ্যে যেটুকু সিলেবাস শেষের কথা, তা স্কুল খুললেই দ্রুত সুনিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় বন্দোবস্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।