বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর দুদিন পরেই দ্বিতীয় দফার নির্বাচন। রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তবে প্রথম দফায় কোচবিহারে যে অশান্তির ছবি ধরা পড়েছিল তার থেকে শিক্ষা নিয়ে এবার দ্বিতীয় দফার ভোটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ২৭২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে ভোটের নিরাপত্তায়। বাড়ানো হয়ছে কুইক রেসপন্স টিম। উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কমিশন। ইতিমধ্যেই রুটমার্চ করছে বাহিনী। আগামীকাল থেকে ভোটকর্মীরাও পৌঁছে যাবেন সেই কেন্দ্রে।
প্রথম দফার ভোটে তুমুল অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। কোচবিহারের একাধিক জায়গা ভোটের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠেছিল। দিনহাটা থেকে চান্দামারি একের পর এক জায়গায় অশান্তি, ভোট লুঠ থেকে শুরু করে ভোটারকদের ভয় দেখানো একাধিক ঘটনা ঘটেছিল। তারপরেই তৎপর হয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে যাতে আর সেই ঘটনা না ঘটে সেকারণে আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
দ্বিতীয় দফায় ক্যুইক রেসপন্স টিমের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২৭০ কোম্পানি। তার মধ্যে বাহিনী মোতায়েনেও বিশেষ নজর দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৭৩ কোম্পানি কুইক রেসপন্স টিম। দার্জিলিঙে থাকছে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫৩ কোম্পানি কুইক রেসপন্স টিম।
কালিম্পঙে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১৫ কোম্পানি QRT থাকছে। ইসলামপুরে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫১ কোম্পানি QRT, অন্যদিকে রায়গঞ্জে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৬০ কোম্পানি QRT। শিলিগুড়িতে থাকছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২১ কোম্পানি QRT। ।
বািহনী এবং নজরদারি বাড়ানো পাশাপাশি প্রিসাইডিং অফিসারদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে তাঁরা যেন খবর দেন পর্যবেক্ষকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে সেদিকে কড়া নজর রাখা এবং সঠিক সময় পর্যবেক্ষক এবং সেক্টর অফিসারদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।