বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলার রায় সোমবার দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। মঙ্গলবার সেই প্রসঙ্গে তৃণমূল সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার রায় বেরনোর পর থেকেই আক্রমণাত্মক মেজাজে তৃণমূল। বিজেপির সেটিং তত্ত্ব সামনে রাখছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে এই বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। আদালতের রায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক কোথায়? মঙ্গলবার এই প্রশ্ন করেছেন অমিত শাহ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিচারপতিদের কোনও দোষ নেই। এখানে কেন্দ্রীয় সরকার দেখে দেখে লোক বসিয়েছে। বিজেপির থেকে যা বলে দেওয়া হয়, সেটাই ড্রাফট করা হয়৷ এই কথায় রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। রায়গঞ্জের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “চাকরি বাতিল নিয়ে যা সিদ্ধান্ত, সব হাইকোর্টের। এর পিছনে বিজেপির ষড়যন্ত্র কোথায়? ”
বিজেপির দক্ষিণ মালদার প্রার্থীর জন্য রোড শ্যো করেন অমিত শাহ। এরপর রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীর জন্য সভা করেন। সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও এসএসসি রায়ের প্রসঙ্গ তোলেন। এদিন অমিত শাহ বলেন, গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লক্ষ,১৫ লক্ষ টাকা করে চাকরির জন্য ঘুষ নিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ” মা – বোনেরা আপনাদের কাছে ভাই, ছেলের চাকরির জন্য ১৫ লক্ষ টাকা আছে? নেই তো? তাহলে ওরা চাকরি পাবেন কী করে? কেন্দ্রীয় মন্ত্রীর কথায় উঠে আসে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ। ঘর থেকে নগদ ৫১ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় আজ জেলে।
বাংলায় কাটমানি, দুর্নীতি ছেয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি আটকাবেন কী করে? এই দুর্নীতি কেবল নরেন্দ্র মোদী সরকারই বন্ধ করতে পারে৷ এই কথা জোরের সঙ্গে বলেন অমিত শাহ।