বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রায় ২৬ হাজার জনের চাকরির বাতিলের বার্তায় সব দলই ক্ষুব্ধ। সব দলই সংগতভাবেই তাদের পাশে থাকার বার্তা দিয়েছে।
এবার সোমবার জনসভা থেকে সেই কথাই আবার বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘মেধাযুক্ত যোগ্য চাকরিপ্রাপকদের’ পাশে রয়েছে তাঁর দল। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বললেন, ‘মেধাযুক্ত যে যোগ্যরা চাকরি পেয়েছেন, কেউ চিন্তা করবেন না… আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে। কারও চাকরি যেতে দেব না। তার জন্য যা আইনি লড়াই, আমরা চালাব।’ কিন্তু প্রশ্ন কিভাবে?
আদালত সব দিক বিচার করেই এই রায় দিয়েছেন। এখন করণীয় কি? তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন পাশে দাঁড়ানোর। যেদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আসে, সেদিনই মমতা চাকরিহারাদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, যাতে কেউ হতাশ না হয়ে পড়েন। বলেছিলেন, ‘আমরা আপনাদের পাশে রয়েছি। যতদূর লড়াই করার লড়াই করব।’ আদালত প্রত্যেকের ওয়েমার শিট চেয়েছেন। কিন্তু SSC ওয়েমার শিট দিতে পারে নি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টও কোনো রায় দিতে শঙ্কা প্রকাশ করেছে।
এক জটিল পরিস্থিতি তৈরী হয়েছে। এর পরেই অভিষেক মানবিক জায়গা থেকে রাজনীতিতে এসে বলেন, একইসঙ্গে সিপিএম ও বিজেপিকেও দুষতে ছাড়লেন না অভিষেক। নিয়োগ মামলা সংক্রান্ত বিষয়ে বাম-বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “সিপিএমের বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। সিপিএমের দোসর হল বিজেপি। একদিকে মমতার সরকার চাকরি দিচ্ছে, অন্যদিকে সিপিএম-বিজেপি চাকরি খাচ্ছে।সংগতভাবেই সিপিএম বলেছে, তারা আদালতে গেছে যোগ্য প্রার্থীদের চাকরির জন্য। যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনেছে তাদের আটকানোর জন্যই তারা আদালতে গেছে।