বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সেবক মোড়ের বই এর দোকান যারা বইকে মানুষের ঘরে পৌছে দিতে চেষ্টা করে যাচ্ছে। গৌতম এবং বাবলা দুজনেই জানান বই থেকে মানুষের সরে আসার আরেকটা প্রধান কারন হল বই এর দাম।
বই এর দাম এতটাই বেড়ে গেছে যে সাধারন মানুষ বই এর পাতা উলটাতে ভয় পায়। যদি টাকা না থাকে। তবে তো ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই আমাদের একটা প্রচেষ্টা কম দামে বই বিক্রি করছি। যাতে পছন্দ হলে মানুষ বই কিনতে গিয়ে না পিছিয়ে দেয়। গত দশ বছর ধরে সেবক মোড়ে বই বিক্রি করছেন দুই ভাই। তারা জানালেন বই বিক্রি করতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি বই ভালোবাসার মানুষ আছেন এই যুগেও অনেকেই পারেন না সময় এর অভাবে এবং অর্থের অভাবে। আমাদের কাছে ইংরেজী এবং বাংলা দুটি ভাষার বই আছে। মানুষ এসে কিনছেনও। ছাত্রছাত্রীরাও বই কেনেন বাংলা এবং ইংরেজী। এর মধ্যে আমাদের কাছে একটা পরিষ্কার ধারনা তৈরী হয়েছে বই কিনতে আসার এবং বইকে ভালোবাসার মানুষ এই পৃথিবীতে এখনো আছেন। শুধুমাত্র তারা সামনে আসতে চান না, আমরা চেষ্টা করছি যাতে তারা সামনে এসে বই কেনেন। তবেই বুঝতে পারব আমাদের বই বিক্রি সার্থক। জানালেন দুভাই।