বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাম ও তৃণমূলের থেকে কিছুটা পড়ে শুরু হয়েছে যাদবপুরের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা।
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্ৰিয় পাত্র বিশিষ্ট শিক্ষাবিদ অনির্বান গঙ্গোপাধ্যাকে যাদবপুরের প্রার্থী করেন বিজেপি। আর তার পড়ে ঝড়ের গতিতে প্রচারে নেমে পড়েন ড. অনির্বান গঙ্গোপাধ্যায়। সোমবার সারা দিনের মতো বিকেলেই তিনি প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। তিনি নরেন্দ্র মোদীর নির্ভিক সৈনিক। তাই তাঁর বিশ্রাম নেওয়ার সময় নেই।
সোমবার সন্ধ্যার পরে কোলকাতায় নামে প্রবল বৃষ্টি। সঙ্গে ঝড়। স্বস্তি নেমে আসে মানুষের মধ্যে। কিন্তু তখনো বিজেপি প্রার্থী ছিলেন প্রচার ময়দানে। যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জ মন্ডল -৩ এ জন সংযোগ যাত্রায় তখন ব্যস্ত ড. অনির্বান। হঠাৎ নামে বৃষ্টি সঙ্গে ঝড়। সঙ্গে ছিলেন বহু বিজেপি কর্মী ও সমর্থক। অনির্বান গাঙ্গুলি জানান, সকলের আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাঁর বিশ্বাস এবার বিজেপি ৪০০ সিট পাবে। যাদবপুর প্রসঙ্গে বলেন, যাদবপুর এবার পরিবর্তন চাইছে। দীর্ঘদিন বাম ও তৃণমূলকে দেখে তারা হতাশ। এবার পদ্মফুল ফুটছে যাদবপুরে।