বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি হাসপাতালে এক্সরে মেশিনের সমস্যায় বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। রিপোর্ট নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন তারা। এক্সরে মেশিন নিয়ে সমস্যা হয়ে যাওয়ায় একেবারেই সাধারন এলাকা থেকে আসা রোগীরা পড়ে যাচ্ছেন সমস্যায়।
বেশী টাকা খরচ করে বাইরে গিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই যাদের তারাই সমস্যায় পড়ে যাচ্ছেন। অনেকেই আসছেন এবং ঠিকমত এক্সরে না হওয়ার কারনে চিকিৎসা করাতে পারছেন না তারা। সেই কারনেই ক্ষোভে ফেটে পড়ছেন তারা। অনেকেই জানিয়েছেন কি হয়েছে এবং কি করতে হবে আমাদের সেটাই বুঝতে না পারলে কিভাবে চিকিৎসা করব আমরা? এক্সরে মেশিন খারাপ থাকায় বাইরে এক্সরে করতে হচ্ছে অনেকেরই। হাসপাতালে এক্সরে মেশিন খারাপ হয়েছে এর আগেও ঠিক করা হলেও আবার খারাপ হয়ে যায়। তবে হাসপাতাল থেকে জানা গেছে দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে মেশিন। তবে রোগীদের বক্তব্য এতবার করে যদি এক্সরে মেশিন খারাপ হয়ে যায় তবে আমাদের মত সাধারন মানুষ কোথায় যাবেন। আমাদের বাইরে থেকে বেশী টাকা দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এই সমস্যা মিটে যাবে দুয়েকদিনের মধ্যে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।