বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আইপিএলে টানা চারটি ম্যাচে পরাস্ত রাজস্থান রয়্যালস। গতকাল গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের কাছে পরাস্ত হলো সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল।
পাঞ্জাব কিংস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। পূর্ণশক্তির দল নামাতে পারেনি। তারপরও ছিনিয়ে নিল দুরন্ত জয়। যা কলকাতা নাইট রাইডার্সের হাসি চওড়া করে দিল।
২০১২ ও ২০১৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। দু-বারই নাইটরা প্লে-অফে গিয়েছিল লিগ পর্বে দ্বিতীয় স্থানে থেকে। এবারই ধরাছোঁয়ার বাইরে চলে গিয়ে ১ নম্বর দল হিসেবে প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর। তবে রাজস্থান রয়্যালস, নাকি সানরাইজার্স হায়দরাবাদ, কাদের বিরুদ্ধে খেলবে তার উত্তর মিলবে রবিবারই।
গত ২৭ এপ্রিল চলতি আইপিএলে অষ্টম জয় পেয়েছিল রাজস্থান। তারপর সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১ রানে, দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে ও চেন্নাই সুপার কিংসের কাছে ৫ উইকেটে পরাস্ত হয়। আজকের ম্যাচ রাজস্থান রয়্যালসের কাছে হোম ম্যাচ হলেও তা জয়পুর নয়, হলো গুয়াহাটিতে।
আজকের ম্যাচ হেরে যাওয়ায় ১৩ ম্যাচে রাজস্থান রয়্যালসের পয়েন্ট রইল ১৬। রবিবার কেকেআরকে হারালে তাদের পয়েন্ট হবে ১৮। হেরে গেলে থাকতে হবে ১৬ পয়েন্টে। যদি রাজস্থান রবিবার হারে এবং সানরাইজার্স হায়দরাবাদ কাল যদি গুজরাত টাইটান্স ও রবিবার পাঞ্জাব কিংসকে হারায় তাহলে প্রথম কোয়ালিফায়ার হবে কলকাতা ও হায়দরাবাদের মধ্যেই। রাজস্থান ও হায়দরাবাদ দুই দলই যদি ১৮ পয়েন্টে পৌঁছয়, তবে প্রথম কোয়ালিফায়ার কারা খেলবে তা নির্ধারিত হবে নেট রান রেটে।
জয়ের জন্য পাঞ্জাব কিংসের টার্গেট ছিল ১৪৫। সেই লক্ষ্যে পাঞ্জাব কিংস পৌঁছে গেল ১৮.৫ ওভারে। অধিনায়ক স্য়াম কারান পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬৩ রানে অপরাজিত রইলেন। আশুতোষ শর্মা ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।
প্রভসিমরণ সিং ৬, জনি বেয়ারস্টো ১৪, রাইলি রুসো ২২, শশাঙ্ক সিং শূন্য ও জিতেশ শর্মা ২২ রান করে আউট হন। আবেশ খান ৩.৫ ওভারে ২৮ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩১ রানে ২টি করে উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট। আইপিএলে এই নিয়ে প্রথম ওভারে তিনি উইকেট নেন ২৭ বার, পিছনে ফেললেন ভুবনেশ্বর কুমারের (২৬ বার) কীর্তি। সন্দীপ শর্মা ৪ ওভারে ২৮ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট পাননি।
টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৪৪ রান তুলেছিল। রিয়ান পরাগ ৩৪ বলে ৪৮ ও স্যামসন ১৫ বলে ১৮ রান করেন। তাঁরা দুজনেই এবার পাঁচ শতাধিক রান করলেন। যশস্বী জয়সওয়াল ৪, টম কোহলার-ক্যাডমোর ১৮, অশ্বিন ২৮, ধ্রুব জুরেল ০, রভম্যান পাওয়েল ৪, ডনোভান ফেরেইরা ৭, ট্রেন্ট বোল্ট ১২ রান করে আউট হন। আবেশ খান অপরাজিত থাকেন ৩ রানে।
স্যাম কারান ৩ ওভারে ২৪, হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৮ ও রাহুল চাহার ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। অর্শদীপ সিং পেলেন ১ উইকেট। পাঞ্জাব কিংস ১০ পয়েন্টে পৌঁছনোয় মুম্বই ইন্ডিয়ান্স নেমে গেল দশম স্থানে।