বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি পুরনিগমের উদ্যেগে রাজা রামমোহন রায় এর ১৫৩ তম জন্মদিবস পালন করা হল আজকে। আজকে শিলিগুড়ির রাজা রামমোহন রায় রোডে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালিত হয় আধুনিক মনিষীর ১৫৩ তম জন্মদিবস।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র শ্রী গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। এদিন মেয়র জানান ভারতের আধুনিক জনকের আজকে জন্মদিবস। এই উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে। আমরা যদি তার কাজের সন্মন্ধে জানি এবং বুঝতে পারি তবেই আমরা নিজেদের উজ্জিবিত করতে পারব। তিনি ভারতের মহিলাদের কাছে ভগবানের মতন। তার অমর কীর্তি ভারতের ইতিহাসে মনে রাখবার মতন ঘটনা হয়ে থাকবে সাধারন মানুষের কাছে। আজকের দিনটি সমস্ত বাঙ্গালী সমাজের কাছে মনে রেখে দেবার মতন দিন। শিলিগুড়িতে তাকে সন্মান করেই তৈরী হয়েছে রাজা রামমোহন রায় রোড। আর এটাও আমাদের কাছে গর্বের যে সেই রাস্তায় আজকে আমাদের আধুনিক জনকের জন্মদিবস পালন করা হচ্ছে।