Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সাত দফার লোকসভা নির্বাচন শেষ হল শনিবার সন্ধ্যায়। আগামী চার জুন ফলপ্রকাশ। এনডিএ কি সরকারে ফিরে আসবে? এক সংখ্যাগরিষ্ঠতা কি পাবে বিজেপি? আরও একবার কি দেখা যাবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে?


বুথ ফেরত সমীক্ষায় বড় সম্ভাবনার কথা জানালো রিপাবলিক ভারত – ম্যাটরিজ। নরেন্দ্র মোদীর বিজেপির দিকে বেশি পাল্লা ভারী রেখেছে তারা। এনডিএকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে। ৩৫৩ থেকে ৩৬৮ টি আসন পেতে পারে এনডিএ।

অর্থাৎ তাদের সমীক্ষা অনুসারে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোট সম্ভাব্য আসন পেতে পারে ১১৮ থেকে ১৩৩। এদিকে অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৪৩ থেকে ৪৮ টি আসন।

৫৪৩ টি আসন লোকসভায়। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের সরকারে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট যাবে। এই বার্তা দেওয়া হচ্ছে। দিল্লির ফলাফল নিয়েও সমীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে। সম্ভাব্য রিপোর্টেও বলা হয়েছে, রাজধানীতে মোদী ঝড় অব্যাহত।

দিল্লিতে এনডিএ পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ টি আসন পেয়েছিল। এনডিএ হিসেবে মোট আসন পেয়েছিল ৩৫৩। কংগ্রেস মাত্র ৫২ টি আসন জিতেছিল। তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৩ টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *