বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবারে এক কঠিন পরীক্ষার সামনে ভারতের বিজেপি নেতৃত্ব। একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সহযোগী দলেরা বিভিন্ন দপ্তর নিয়ে টানাটানি করছে।
এই অবস্থায় বাংলা থেকে কে কে মন্ত্রী হতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। মোট ২৯২টি আসন পেয়েছে NDA। সরকার তৈরীর জন্য দরকার জোটসঙ্গীদের। সমস্ত শরিক দলের সাথেই বৈঠকে বসেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। কোন মন্ত্রক কার কাছে থাকবে তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কে কে মন্ত্রী হচ্ছেন তাই নিয়ে আলোচনার শেষ নেই। বাংলার ভাগ্যে কি আসতে চলেছে? তা নিয়েও চলেছে আলোচনা। গত বারের ১৮টি আসন কমে এবার ১২টা। স্বাভাবিক কারণেই মন্ত্রীও কম হবে।
২০২১ সালে বাংলা থেকে প্রতিমন্ত্রী করা হয় চারজনকে। তারা হলেন নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা ও সুভাষ সরকার। রিপোর্ট অনুযায়ী দুইজন মন্ত্রী পদ পেতে পারে। কারণ কিছু দল রয়েছে যারা ৫ সাংসদ রয়েছে তারাও মন্ত্রক পাওয়ার জন্য চাপ দিচ্ছে। এবারের ভোটে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক এবং সুভাষ সরকার। অন্যদিকে টিকিটই পাননি জন বার্লা। তবে এক্ষেত্রে আলোচনা চলছে যে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনও পদ পেতে পারেন। তাহলে ওনাকে কী আইন মন্ত্রী করা হবে? এমন সম্ভাবনা উজ্জ্বল। তবে সবটা জানার জন্য আমাদের ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।