বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট প্রচারে বেরিয়ে সব দলগুলো নিজেদের মতো করে প্রতিশ্রুতি দিয়ে যায়। কিন্তু বাস্তবে তার প্রয়োগ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় না। আর তা নিয়েই এবার বিড়ম্বনায় উত্তর প্রদেশের কংগ্রেস কমিটি।
এবার নির্বাচনে প্রচার চলাকালীন উত্তর প্রদেশে গ্যারান্টি কার্ড বিতরণ করে কংগ্রেস। সেখানে জানানো হয় কংগ্রেস জয়ী হলে বিপিএল মহিলাদের বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই মতো ভোটের রেজাল্ট প্রকাশ হতেই এবং বিভিন্ন এলাকায় কংগ্রেস জোটের ভাল ফলের খবর পেতেই বুধবার সকাল থেকে কংগ্রেস দপ্তরের সামনে মহিলারা চলে আসেন। অনেকের হাতে ছিল গ্যারান্টি কার্ড।
যারা এখনো গ্যারেন্টি কার্ড পায় নি, তারা ওই গ্যারেন্টি কার্ডের দাবি করে। স্থানীয় মহিলারা বলছেন, সেই গ্যারান্টি কার্ডের নিচে থাকা অংশে নিজেদের নাম ঠিকানা লিখে কেউ কেউ কংগ্রেস অফিসে জমাও দিয়েছেন। তবে যাদের হাতে গ্যারান্টি কার্ড ছিল না তাঁরা গ্যারান্টি কার্ড চেয়ে রীতিমতো বাদানুবাদ জুড়ে দেন। মহিলাদের দাবি, এলাকায় গিয়ে প্রচারে গ্যারান্টি কার্ড বিলি করলেও এখন তা মিলছে না। যা দেখে গেরুয়া শিবিরের কেউ কেউ কটাক্ষ করেছেন, খয়রাতির রাজনীতি মাত্রাছাড়া হয়ে গেলে এমনই পরিণতি হওয়া স্বাভাবিক। বিড়ম্বনায় কংগ্রেস শিবির। এখন পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।