বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথা অনুযায়ী রাজ্যে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান স্পিকার অথবা রাজ্যপাল। তবে তার আগে অবশ্যই রাজ্যপাল আনোমোদন নিতো হয়। এবার তা নিয়েই তৈরী হলো সংশয়।
দুই বিধায়কের শপথ নিয়ে উঠছে এমনই প্রশ্ন। ভগবানগোলার বিধায়ক নির্বাচিত হয়েছেন রেয়াত হোসেন সরকার ও বরাহনগরে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁদের শপথ নিয়ে কেন সরাসরি রাজভবনে চিঠি দিল না পরিষদীয় দফতর, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে। তবে কি রাজভবনকে এড়িয়ে যেতেই এমন ভাবনা কাজ করল নবান্নের? বরাবরই নতুন বিধায়কদের শপথের জন্য রাজভবনের কাছে চিঠি পাঠিয়ে থাকে রাজ্যের পরিষদীয় দফতর। কিন্তু এবার চিঠি পাঠিয়েছে রাজ্যের সচিবালয় থেকে – যা প্রথা ও আইন সম্মত নয়। এই চিঠির উত্তর রাজভবন নাও দিতে পারে।
এই মুহূর্তে এই সংকট যখন সামনে, তখনই আবার বিরোধী দলনেতা সদলবলে রাজ্যপালের কাছে যাচ্ছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। রাজ্যপাল নিজে শপথ বাক্যপাঠ করাতে পারেন, যেমন রাজভবনে ধূপগুড়ির নির্মল রায়ের শপথ হয়েছিল। এমন কি বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বিধানসভায় গিয়ে শপথ পাঠ করিয়েছিলেন জগদীপ ধনখড়, যা নজিরবিহীন ছিল। কিন্তু এবার কি হতে চলেছে – তা নিয়ে প্রশ্ন উঠেছে।