বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে সর্বত্র। যে জওয়ারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রাখে, তাঁদের এই মর্মন্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না।
জানা যাচ্ছে, লাদাখে সীমান্তের একেবারে কাছে টি-৭২ ট্যাঙ্ক সহ এক নদী পারাপারের সময় ৫ সেনা জওয়ানের ভেসে যাওয়ার খবর উঠে এল। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, যাঁরা ভেসে গিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৪ জওয়ান ও একজন জুনিয়ার কমিশনড অফিসার। জানা গিয়েছে, নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। পরে জানানো হয়েছে, ওই ৫ জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নেমে আসে শোকের ছায়া।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, লাদাখের সীমান্তের নিয়োমা চুশুল এলাকা। সেখানেই চলছিল সেনার নদী পারাপারের একটি প্রক্রিয়া। সেই সময়ই নদীতে আচমকা আসে হড়পা বান। মুহূর্তে ভেসে যান ৫ জন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, ওই জওয়ানদের মধ্যে থেকে ১ জনের খোঁজ মিলেছে। বাকিদের খোঁজ চলছে। সূত্রের খবর লেহ থেকে ১৪৮ কিলোমিটার দরূরে মন্দির মোর নামের এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কিছু সূত্রের দাবি, রাত ১ টা নাগাদ এই নদী পারাপারের এই প্রক্রিয়া চলছিল। পরে জানা যায়, সকলেই মারা গেছেন।