Spread the love

দীর্ঘ ১৯ ঘণ্টা তল্লাশির পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি ছাড়লেন আয়কর দফতরের কর্তারা। বুধবার সাত সকালে সাগরদিঘির বিধায়ক বায়রনের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। বায়রনের শমসেরগঞ্জের বাড়ির পাশাপাশি, তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালেও অভিযান শুরু হয়।
বাইরে থেকে বিধায়কের গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি পর্ব যে দীর্ঘ হতে চলেছে, সেই ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। রাত্রিবাস প্রস্তুতি সেরে রেখেছিলেন আয়কর আধিকারিকরা। নিয়ে আসা হয়েছিল কম্বল-বালিশ। তবে পুরো রাত তাঁরা থাকেননি। বরং গভীর রাতে বায়রন বিশ্বাসের বাড়ি ছাড়েন আয়কর দফতরের কর্তারা। তল্লাশি তালিয়ে বিধায়কের বাড়ি থেকে নগদ ৭২ লক্ষ টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ওই টাকা এবং নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন বায়রনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হিসাবরক্ষকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বক্তব্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও। দফায় দফায় জেরা করা হয় বাইয়রনকে। তবে জেরার মাঝে দু’বার অসুস্থ হয়ে পড়েন বায়রন। সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় তাঁরই নার্সিংহোমে। খানিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের এক দফা জিজ্ঞাসাবাদকরেন আয়কর কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *