বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জলপাইগুড়িতে ইষ্টবেঙ্গলের নামে তৈরী হল রাস্তা। মেয়র গৌতম দেব এবং তৃণমূল নেতা সৈকত চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গলের কর্মকর্তা নীতু সরকার। উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় মেহেতাব হোসেন ছাড়াও জলপাইগুড়ির ক্রীড়া ব্যক্তিরা। এদিন মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ির পরে জলপাইগুড়িতে রাস্তা তৈরী হল ইষ্টবেঙ্গলের নামে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। আমরা আমাদের দলকে প্রচণ্ড ভালোবাসী। আর তাই আমরা চাই ইষ্টবেঙ্গলের স্মৃতি জড়িয়ে থাক আমাদের সাথে। লাল হলুদের একটা আলাদা আবেগ জড়িয়ে আছে আমাদের মধ্যে। আমাদের দল জীতলে খুশী হই হেরে গেলে কষ্ট পাই। তাই যখন শুনেছি জলপাইগুড়ির নামে রাস্তা তৈরী হল তখন আমি চলে আসলাম শত কাজ থাকলেও। দলকে ভালোবাসা এবং দলের জন্য কাজ করা একটা আলাদা ব্যাপার। এদিন উপস্থিত ছিলেন ইষ্টবেঙ্গল দলের প্রচুর মহিলা সদস্য এবং সমর্থকেরা। উল্লাসে মেতে ওঠেন তারা রাস্তার নামকরন হবার পরে।