Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শালবনী, পশ্চিম মেদিনীপুর: একসময় মাওবাদী আন্দোলনের জেরে দুর্গা পুজো বন্ধ হতে বসেছিল।

কিন্তু হানাহানির অতীত ভুলে শালবনী ব্লকের পিড়াকাটা বাজার দুর্গোৎসব কমিটির পুজোর থিম ‘ দেশ সুরক্ষায় নারী শক্তি’। মূলত অপরেশন সিঁদুরে মহিলাদের ভূমিকা মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা।

এবারের তাঁদের মণ্ডপ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির উদ্যোক্তারা জানাচ্ছেন, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আক্রমণের পর সেনা বাহিনী প্রতিশোধ নিয়েছে। যা গর্বিত করেছে গোটা দেশবাসীকে। এই অপারেশনে সেনাবাহিনীর মহিলা জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা হয়েছে। জানা গিয়েছে, এবারের বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরা।প্রতিমার শিরোপা জিতেছে এই পুজো কমিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে শালবনী ব্লকের মাও ‘আঁতুড়ঘর’ পিড়াকাটাতে দুর্গাপুজোর সংখ্যাও এক থেকে বেড়ে হয়েছে দুই। সেই সময় থেকেই বাজার কমিটির সদস্যদের উদ্যোগে ধুমধাম সহকারে আয়োজিত হচ্ছে পুজো। প্রথম বছরই শালবনী ব্লকের সেরা পুজোর শিরোপা পেয়েছিল এই পুজো।