Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: *জলপাইগুড়ি* *বন্যার কবলে শুধু মানুষ নয়।

প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছে বন্য প্রাণ।রবিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জলঢাকা নদীতে ভেসে যেতে দেখা যায় একটি একশৃঙ্গ গণ্ডারকে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে বন বিভাগ। রেঞ্জ অফিসার দেবজিত সরকার জানিয়েছেন নাথুয়া চর থেকে গণ্ডার টি নদী পেরিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গরুমারা জঙ্গলে প্রবেশ করেছে। বন বিভাগ পুরো বিষয়টির ওপর নজর রাখছে। এছাড়াও একাধিক বন্যপ্রাণী বিপন্ন*