বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল রাত থেকে ভারী বর্ষণে সেই সঙ্গে দমকা হাওয়া। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার মাল নদীসহ বানারহাট বিন্যাগুড়ি এমনকি হাতিনালার জল বৃদ্ধি পাওয়ায় বন্যার সৃষ্টি হয়।
পাশাপাশি উত্তরের বিভিন্ন নদী যেমন জলঢাকা তিস্তা তোর্সা এমনকি দুদুয়া সহ নদীর জল বৃদ্ধি পায়।
এদিন জলঢাকার দক্ষিণ আলতা গ্রাম এলাকার বাঁধ ভেঙে ঢুকে পড়ে গোটা গ্রামে, বিপর্যস্ত হয়ে পড়ে হাজার হাজার মানুষ।
প্রাণে বাঁচতে গবাদি পশু সহ ঘরের আসবাবপত্র জিনিস নিয়ে বাঁধে চলে আসেন।
জেলা প্রশাসনের তরফ মুড়ি গুড় সহ সামগ্রি খেতে দেওয়া হয়। রাতে একটি নির্দিষ্ট ক্যাম্প করা হয় সেখানে রাতের রান্না করা হবে বলে জানালেন,জলপাইগুড়ি জেলা পরিষদের মেম্বার নুরজাহান বেগম।