Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে বৃষ্টি বন্ধ হলেও দক্ষিনে বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে। বর্ষা বিদায় নেবার সময় একদম রূদ্রমূর্তি ধারণ করেছে। ফলে উত্তরবঙ্গে প্রাণ গেছে বেশ কয়েকজনের।

আজকে আবহাওয়া অফিস জানাচ্ছে,আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৯ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টি হবে না। শহর কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ কেটেছে। আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি নেই। মঙ্গলবার উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার, আলিপুরদুয়ার সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।