বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগরতলায় তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল, গতকাল দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের সদর কর্যালয় ভাঙচুর করে। ভেঙে দেয় যাবতীয় আসবাবপত্র এবং ছিড়ে ফেলে যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র। ওই অফিস রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের উপরে ছিল তারা জানিয়েছেন ১০-১২ জনের একটি দুষ্কৃতির দল হাতে ধারালো অস্ত্র দিয়ে অফিসে হামলা চালায়। তারা কিছু করতে পারেননি, এদিকে এই খবর কলকাতায় এসে পৌঁছানো মাত্রই নির্দেশ দেওয়া হয় কুনাল ঘোষ, সায়নী ঘোষকে আগরতলায় যাওয়ার জন্য। কুনাল ঘোষ জানান পুরোপুরি চক্রান্ত তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরায় জনপ্রিয়তা অর্জন করতে দেওয়া যাবে না, সেই কারণেই এই ঘটনা অন্যদিকে সায়নী ঘোষ জানান এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না, কারন আমরা ভয় পাই না। আমরা এগিয়ে যাব, যত ভয় দেখাবে আমরা এগিয়ে যাব। আমরা আগে দেখতে চাই, ঘটনার জন্য কে বা কারা দায়ী ? তারপরে দলের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অথবা চরম সিদ্ধান্ত নেওয়া হবে।