বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের জন্য বিজেপি ত্রাণ সংগ্রহের নামলো। আজ শিলিগুড়ির বিধান মার্কেটে বিজেপির তরফ থেকে ত্রাণ সংগ্রহের জন্য অর্থ সাহায্য চাওয়া হয়। জেলা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ত্রাণ সংগ্রহ করার পর যে টাকা সংগ্রহ করা হবে সেটা উত্তরবঙ্গের মানুষের সাহায্যের জন্য দিয়ে দেওয়া হবে। বিধায়ক সংকর ঘোষ গতকাল বেরিয়েছিলেন শিলিগুড়ি শহরে। বিজেপি নেতৃত্ব গোটা শিলিগুড়ি শহরে আলাদা আলাদা করে ত্রাণ সংগ্রহ করতে বাইরে বের হন। বিজেপি রাজ্য সভাপতি এবং বিধায়ক সংকর ঘোষ দুজনেই জানান আমরা সাধারণ মানুষের পাশে আছি। উন্নয়নের জন্য আছি। উত্তরবঙ্গের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। তাই আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো।