Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তিনি বলেন, জলপাইগুড়ি SP কে চিঠি দিয়েছি যাতে করে দোষীর ওপর কোনওরকম ছাড় না দেওয়া হয়। তিনি আরো জানান এই তৃণমূল সরকারের আমলে যা ভাবা যায় নি সেটাই ঘটে চলেছে। দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বড়ো বড়ো কথা বলে যাচ্ছেন, আমি নিজে চেষ্টা করবো দাঁড়িয়ে থেকে এই জঘন্য কাজের সাথে জড়িয়ে থাকা অপরাধীরা শাস্তি পায়। কোনোভাবেই যাতে ছাড়া না পায়, কারন আইন এখন অপরাধীদের পাশে থাকে এই তৃণমূল কংগ্রেস সরকার এর আমলে।