Spread the love

বেঙ্গল  ওয়াচ নিউজ ডেস্ক:দিঘায় জগন্নাথ মন্দির, নিউটাউনে দুর্গাঙ্গনের পর শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে জানান, শিলিগুড়িতে হবে মহাকালের মন্দির। কারণ শিলিগুড়ি উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে জনপ্রিয় শহর। আমার ইচ্ছে শিলিগুড়িতে তৈরি হোক মহাকালের মন্দির। শিলিগুড়িতে যদি মহাকালের মন্দির তৈরি করা যায়, অথবা তৈরি করা হয় উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকবে শিলিগুড়ি। মহাকালের মন্দির ভালো জায়গায় হওয়া দরকার, যেখান থেকে সব জায়গায় যাওয়া এবং আশা করা যায়। মহাকালের মন্দির শিলিগুড়িতে হলে উত্তরবঙ্গ পর্যটন ব্যবসার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। আমি প্রচুর বার শিলিগুড়ি এসেছি আগামী দিনেও আসব। আগে শিলিগুড়িতে মহাকালের মন্দির হোক , আমার এটা ইচ্ছে। শিলিগুড়িতে মানুষ পূজোকে পছন্দ করেন ।আর সেই কারনেই আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মহাকালের মন্দির হলে উত্তরবঙ্গের মানুষের একটা তীর্থক্ষেত্রের জায়গা হয়ে যাবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই মন্দির।