Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালে বেশ মনোরম পরিবেশ। বইছে বেশ উত্তুরে হাওয়া। এর মধ্যে খবর পাওয়া গেলো আরো একটা নিম্নচাপের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শেষে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে কি ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে ? কালীপুজো, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? জানুন।

নিম্নচাপ তৈরী হলেও সেভাবে এর প্রভাব পড়বে না এ রাজ্যে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। আর তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটায় বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রবিবার উপকূল লাগোয়া এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। স্থানীয়ভাবে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে আজ বৃষ্টি হলেও সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না। শুকনো খটখটে থাকবে আবহাওয়া। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং-এ।