বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গড়বেতা, পশ্চিম মেদিনীপুর:- “ভোট চোর, গদি ছোড়!” – এর সমর্থনে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা বিধানসভার চন্দ্রকোনা রোডে গণস্বাক্ষর অভিযান করল কংগ্রেস।
সেই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে কলকারখানা নিয়ে বলতে শুরু করে কংগ্রেস জানায় বাম আমলে ২০০৮ সালে শালবনির জামবেদিয়ার ফডারফার্ম এলাকায় প্রায় ৫ হাজার একর (৪৭০০ একর) জমি অধিগ্রহণ করেছিল জিন্দল গোষ্ঠী। ওই বছরের ২ নভেম্বর কারখানার শিলান্যাস সেরে মেদিনীপুরে ফেরার পথে ভাদতুলায় ৬০ নম্বর জাতীয় সড়কে পশ্চিমবঙ্গের ততকালিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের কনভয় লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মুখ্যমন্ত্রী সহ তিন কেন্দ্রীয় মন্ত্রী। প্রাণ হাতে করে নিয়ে কংগ্রেস আমলে মন্ত্রী বিধায়ক সাংসদরা শিল্প কলকারখানা করতে উদ্যত ছিল এটাই তার জলজ্যান্ত উদাহরণ। ভোট চুরি করে কেন্দ্রের এই সরকার ক্ষমতায় আছে। সরকারের পর্যাপ্ত বিধায়ক নেই। যে কোন সময় ঘটতে পারে অঘটন। এদিন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এক হাত নেন কংগ্রেসের নেতারা। ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস মানেই চোর, সর্বত্র চুরি দুর্নীতিই সম্বল তৃণমূলের। এরও একটা বিহিত হওয়া প্রয়োজন। যদিও এদিন পঞ্চায়েত আইন নিয়ে কংগ্রেসের ভুল তথ্য পরিবেশন নিয়ে এলাকায় হাসির রোল ওঠে। কেউ কেউ বলতে শুরু করেছেন সঠিক তথ্য না জেনে পর্যাপ্ত তৈরি না হয়েই কংগ্রেস মাঠে নেমে পড়েছে, এটা হাস্যকর।